Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:


* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ৫টি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে মুজিব কর্ণার স্থাপন এবং এ দপ্তর এর নিয়ন্ত্রণাধীন জাদুঘরসমূহে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গ্যালারী স্থাপন করা হয়েছে।

* প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী ও রংপুর বিভাগের আওতায় পুঠিয়া গ্রুপ অব মনুমেন্টস এর অন্তর্গত পুঠিয়া রাজবাড়ি জাদুঘর দর্শক/পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।

* বিভিন্ন জেলার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ কর্তৃক মামলা নিষ্পত্তির পর বিভিন্ন থানা থেকে বেশ কিছু মূল্যবান পাথরের মূর্তি ও অন্যান্য প্রত্নবস্তু মহাস্থান, পাহাড়পুর ও রংপুর তাজহাট প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা গ্রহণ করা হয়।

* বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাসু বিহার, মহাস্থানগড়ের বৈরাগীর ভিটা এবং নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধাপের বাজার প্রত্নস্থানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করা হয়।

* সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নবরত্ন মন্দির ও নওগাঁ জেলার পতিসর রবীন্দ্র কাছারি বাড়ি সংলগ্ন রথিন্দ্রনাথ ইনস্টিটিউট সংস্কর-সংরক্ষণ কাজ করা হয়।