Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

নাগরিক সেবা সমূহ-

  • প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রকাশিত  প্রকাশনা, ভিউকার্ড, পোস্টার, ফোল্ডার ও পুস্তিকা জাদুঘরসমূহে টিকিট কাউন্টার ও স্যুভিনিয়র সপ এ আগত দর্শকদের নিকট নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।

 

  • আঞ্চলিক দপ্তরের নিয়ন্ত্রনাধীন প্রত্নস্থল ও জাদুঘরচত্ত্বরে (জাদুঘর ব্যতীত) স্যুটিং ও ভিডিও চিত্র ধারণ করণের জন্য মহাপরিচালক বরাবর আবেদন ও অনুমোদন এবং স্যুটিং নীতিমালা অনুসরণ সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত ফি ও ভ্যাট পরিশোধ করে স্যুটিং ও ভিডিও চিত্র ধারণ করণের জন্য ব্যবস্থা রয়েছে।

 

  • আঞ্চলিক দপ্তরের নিয়ন্ত্রণাধীন জাদুঘরসমূহে আগত পর্যটকদের বিভিন্ন ধরণের যানবাহন পার্কিং এর জন্য সরকার কর্তৃক নির্ধারণকৃত পার্কিং ফি ও ভ্যাট প্রদানের বিনিময়ে পার্কিং সুবিধা প্রদান করা হয়ে থাকে।

 

  • প্রত্নস্থল/জাদুঘর পরিদর্শনের জন্য আগত পর্যটকদের জন্যে পুরুষ ও মহিলার জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে।

 

  • প্রত্নস্থল/জাদুঘর দপ্তরসমূহে শারিরীক প্রতিবন্ধী দর্শক/পর্যটকগণের ব্যবহারের জন্য বিশেষ টয়লেট এর ব্যবস্থা রয়েছে।

 

  • দর্শক পর্যটকদের প্রত্নস্থল/জাদুঘর চত্ত্বর স্বাচ্ছন্দ ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য স্থায়ী মৌসুমী ফুল বাগান রয়েছে।

 

  • প্রত্নস্থল ও জাদুঘর চত্ত্বর পরিদর্শকালে আগত পর্যটকগণের বিশ্রামের নিমিত্ত গাছের ছায়ায় বাগানের পাশে, পুকুরের পাশে বসার জন্য আর.সি.সি বেঞ্চের ব্যবস্থা রয়েছে।

 


 


 

  • আগত পর্যটকদের জন্যে মহাস্থান, পাহাড়পুর, রংপুর, শাহ্জাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর চত্ত্বরে স্যুভিনিয় কর্ণার রয়েছে।

  • মহাস্থান ও পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর চত্ত্বরে আগত পর্যটকদের হালকা নাশতার জন্যে ফুড কোর্ট ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।   

  •  

     মহাস্থান, পাহাড়পুর, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও গৌড় গ্রুপ অব মনুমেন্টস  চত্ত্বরে আগত সরকারের উর্দ্ধতন কর্মকর্তা, গবেষক ও বিদেশী পর্যটকদের জন্যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের বিনিময়ে বিশ্রামাগারে অবস্থান ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে।