Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর

পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দ্বিতীয় পাল নৃপতি ধর্মপালদেব (৭৭০-৮১০খ্রিঃ) নির্মাণ করেন। এ বিহারের চারটি বর্হিদেয়াল ঘেষে মোট ১৭৭ টি ভিক্ষু কক্ষ আছে। এ ভিক্ষু কক্ষগুলোর সামনে দিয়ে টানা বারান্দা রয়েছে। উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে আছে বিহারের প্রবেশের জন্য হলঘর যুক্ত প্রধান তোরণ। বিহারের কেন্দ্রস্থলে একটি সুউচ্চ মন্দিরের ধ্বংসাবশেষ দন্ডায়মান রয়েছে।